বেলুনকে মনে করেছিলেন শত্রুপক্ষের ছত্রীসেনা!

শখ করে আকাশে কিছু বেলুন ছেড়েছিল বিদ্যালয়ের শিশুরা। আর এতেই ঘটে যায় বিপত্তি। এক লোক পাহাড়ের ধারে বেলুন উড়তে দেখে ভেবে বসেন, শত্রুপক্ষের ছত্রীসেনা নামছে। ব্যস, সঙ্গে সঙ্গে পুলিশকে জানান তিনি। এরপর তা নিয়ে বেধে যায় হুলস্থুল। শেষে প্যারাস্যুটের জায়গায় গ্যাস ভরা বেলুন আবিষ্কার করে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অদূরে এ ঘটনা ঘটে।
সিউলের কাছে আনসান এলাকার এক বাসিন্দা দূরে পাহাড়ের ধারে ৪০-৫০টি বড় বেলুন উড়তে দেখেন। বর্তমানে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কের টানাপোড়েন চলছে। দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ তুললে টানাপোড়েন চরমে ওঠে। কাজেই বেলুন দেখে প্যারাস্যুট বলে সন্দেহ হয় ওই বাসিন্দার। তিনি ভেবে বসেন, শত্রুপক্ষের ছত্রীসেনা নামছে। বিষয়টি তিনি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে জানান। এতে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে হুলস্থুল পড়ে যায়। যৌথ অভিযানে নেমে তারা আবিষ্কার করে, এসব আসলে প্যারাস্যুট নয়, হিলিয়াম গ্যাস ভরা বেলুন। স্থানীয় একটি বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীরা এসব বেলুন ছাড়ে।

No comments

Powered by Blogger.