পশ্চিমবঙ্গে মাওবাদী অধ্যুষিত এলাকায় সতর্কতা জারি

পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাওবাদী বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছে—গোয়েন্দাদের এমন খবরের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হলো।
মাওবাদীদের মোকাবিলায় গঠিত যৌথ বাহিনী গত মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের শালবনীর রঞ্জার জঙ্গলে অভিযান চালায়। এ সময় মাওবাদী কোনো নেতাকে ধরা না গেলেও আটজন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় নিয়ে সংশয়ে পড়েছে পুলিশ। পুলিশের দেওয়া নামের তালিকার সঙ্গে মাওবাদীদের দেওয়া তালিকার মিল নেই।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার মনোজ ভার্মা নিহত বিদ্রোহীদের মধ্যে অর্জুন নামের একজনকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, অর্জুন হলেন মাওবাদী স্কোয়াডের অন্যতম বড় নেতা। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে তিনি মেদিনীপুরে এসেছিলেন।


No comments

Powered by Blogger.