পাকিস্তান ২৬৭ রানে অলআউট

ভারত-পাকিস্তানের ম্যাচ চলছে। এর পরও যেন নিষ্প্রাণ ক্রিকেটপ্রেমীরা। কারণ সবার দৃষ্টিজুড়ে কেবল বিশ্বকাপ ফুটবল। ফুটবলের সর্বোচ্চ আসরের আগ্রাসনে উত্তেজনা হারিয়ে গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার ম্যাচেরও। বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মধ্যে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে আজ শনিবার প্রথমে ব্যাট করে তিন বল বাকি থাকতেই ২৬৭ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।
শুরু থেকে ব্যাটিং ভালোই হয়েছিল পাকিস্তানের। উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট ৭৪ রানে করে রানআউটের শিকার হন। ৩ উইকেটে পাকিস্তানের রান ছিল ১৪৬ রান। পাকিস্তানের সংগ্রহ আরাও বড় হতে পারত। কিন্তু প্রাভিন কুমার ও জহির খানের কারণে তা সম্ভব হয়নি। শেষের দিকে এই দুই বোলার দ্রুত উইকেট নিতে থাকলে তিন বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের হয়ে কামরান আকমল ৫১, শোয়েব মালিক ৩৯ ও শহিদ আফ্রিদি ৩২ রান করেন। ভারতের পক্ষে প্রাভিন কুমার তিনটি এবং জহির খান ও হরভজন সিং দুটি করে উইকেট পান।

No comments

Powered by Blogger.