ভারতে জনপ্রিয় হয়ে উঠছেন হিটলার

নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের নাম শুনলে অনেকেই নাক কুঁচকে ফেলেন। জার্মানির একজন স্বৈরশাসক হিসেবে তিনি যে ইতিহাস রেখে গেছেন, তা শুধু এতদিন ধিক্কার আর ঘৃণা কুড়িয়ে এসেছে। বর্তমানে এর বিপরীত দিকটিও দেখা যাচ্ছে। ভারতীয় সমাজের কিছু ব্যক্তির কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন হিটলার।
ভারতীয় সমাজের একটি অংশে এই হিটলারপ্রীতির কারণে গত এক দশকে জার্মান নেতার বই ও তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু জিনিসের ছোটখাটো একটি শিল্প গড়ে উঠেছে। এ ব্যাপারে সাম্প্রতিক খবর হচ্ছে, হিটলারকে পুঁজি করে এবার দাঁও মারার পরিকল্পনা নিয়েছে বলিউড। এ বছরের শেষ নাগাদ ডিয়ার ফ্রেন্ড হিটলার নামে একটি ছবি মুক্তি পাওয়ার কথা।
হিটলারপ্রেমী বেশির ভাগ তরুণই হিটলারবিষয়ক বই, তাঁর ছবিযুক্ত টি-শার্ট, ব্যাগ, চাবির রিং ইত্যাদি দেদারছে কিনছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হিটলারের আত্মজীবনীমূলক বই ‘মেইন ক্যাম্প’।
ভারতে ‘মেইন ক্যাম্প’ বইটির সবেচেয়ে বড় প্রকাশক ও পরিবেশক হচ্ছে জাইকো। গত ১০ বছরে তারা বইটির এক লাখের বেশি কপি বিক্রি করেছে।

No comments

Powered by Blogger.