যুক্তরাষ্ট্রে ১৪ বছরের মধ্যে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রে ১৪ বছরের মধ্যে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রনি লি গার্ডনারের সর্বশেষ আপিল খারিজ হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যের একটি কারাগারে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৭৬ সালের পর যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের তৃতীয় ঘটনা এটি।
আদালতে এক আইনজীবীকে গুলি করে পালানোর চেষ্টার অভিযোগে ১৯৮৫ সালে রনিকে দোষী সাব্যস্ত করা হয়। আইনজীবীকে গুলি করে হত্যার সময় ১৯৮৪ সালের একটি মামলায় তাঁর বিচার চলছিল। ২০০৪ সালে উতাহ অঙ্গরাজ্যের সরকার সেখানে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করে। কিন্তু এর আগেই রনি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার এই পদ্ধতিকে বেছে নেন। মৃত্যুর আগে রনির কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর কিছু বলার আছে কি না। জবাবে রনি বলেন, ‘না, নেই।’

No comments

Powered by Blogger.