লেস কাচজনস্কির মৃত্যুর খবর মাকে জানানো হলো

পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাচজনস্কির মৃত্যুর খবর গত মঙ্গলবার তাঁর মাকে জানানো হয়েছে। বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার ছয় সপ্তাহেরও বেশি সময় পর কাচজনস্কির যমজ ভাই জারোস্ল কাচজনস্কি অসুস্থ মাকে এ খবর দেন। গতকাল বুধবার তাঁদের মুখপাত্র এলজবিয়েতা জাকুবিয়াক এ কথা জানান।
জাকুবিয়াক জানান, জারোস্ল কাচজনস্কি ও বোন মারতা গত মঙ্গলবার বিষয়টি তাঁদের মায়ের কাছে খুলে বলেন। ৮৪ বছর বয়সী মা যদিগা অসুস্থ থাকায় ছেলের নিহত হওয়ার খবর তাঁর কাছে গোপন করা হয়েছিল। চিকিৎসকেরা তাঁর অবস্থার উন্নতি হয়েছে জানালে লেস কাচজনস্কির নিহত হওয়ার খবর তাঁকে জানানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী জারোস্ল কাচজনস্কি আগামী ২০ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভাইয়ের উত্তরসূরি নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাশিয়ার পশ্চিমাঞ্চলের স্মোলেনস্ক বিমানবন্দরে অবতরণের সময় পোল্যান্ডের প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। এতে লেস কাচজনস্কি, তাঁর স্ত্রী মারিয়াসহ ৯৬ জন নিহত হন।

No comments

Powered by Blogger.