পাকিস্তানে মার্কিন দূতাবাসে বড় ধরনের হামলা হতে পারে

একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাসে গাড়ি বোমার সাহায্যে বড় ধরনের আত্মঘাতী হামলা চালাতে পারে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো এ হুঁশিয়ারি দিয়েছে।
অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে উর্দু দৈনিক আজকাল জানিয়েছে, একজন সেনা কর্মকর্তা ও পাকিস্তান নৌবাহিনীর চুরি হওয়া দুটি গাড়ি মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার কাজে ব্যবহার করা হতে পারে।
ব্রিগেডিয়ার কাসের তারিনের একটি কালো টয়োটা করোলা সম্প্রতি লাহোর থেকে এবং পাকিস্তান নৌবাহিনীর সুজুকি বোলান গাড়িটি রাওয়ালপিন্ডি থেকে চুরি হয়।
সূত্র জানায়, এই গাড়ি দুটিই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনটি ওই হামলার কাজে ব্যবহার করতে পারে।
তালেবান জঙ্গিরা ৫ এপ্রিল পেশোয়ারে মার্কিন কনসুলেট ভবনে হামলার চেষ্টা চালায়। এতে ৫ জন নিহত হয়। নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা শুরু করলে জঙ্গিরা পিছু হটে।

No comments

Powered by Blogger.