কোরআন ছুঁয়ে শপথ নিলেন রুশনারা

ব্রিটেনে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ নিলেন বিরোধী দল লেবার পার্টির নবনির্বাচিত এমপি রুশনারা আলী। রানির নামে জনসেবার প্রতিশ্রুতি দিলেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর মা-বাবা, বোন ও সমর্থকেরা। শপথ নেওয়ার পর তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সম্মেলনকক্ষে ঢুকেই তিনি ধন্যবাদ জানান তাঁকে যাঁরা সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি। এ সময় শপথের ঐতিহাসিক মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা প্রায় নবনির্বাচিত কুড়িজন এমপি একসঙ্গে সারিবদ্ধ হলাম। তারপর ক্রমান্বয়ে স্পিকারের দিকে এগিয়ে গেলাম। সামনে বসা মা-বাবা আর পাশে আমার সমর্থকদের দিকে তাকালাম। একটা অদ্ভুত চেতনা ভেতরে ভর করল। কিন্তু সব ছাপিয়ে মনে হচ্ছিল, এখন আমার অনেক গুরুদায়িত্ব।’
সংবাদ সম্মেলনে রুশনারা আরও বলেন, গত তিন বছরে টাওয়ার হ্যামলেটসের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য তিনি নিজেকে তৈরি করেছেন। তিনি বলেন, ‘বেথনাল গ্রিনে যেমন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার ইতিহাস ও দারিদ্র্য, আবার এখানেই রয়েছে সংগ্রামী মানুষ ও শিল্পসাহিত্যের উন্নত ইতিহাস। ইটের পর ইট তুলে আজ এ এলাকার মানুষ উঠে দাঁড়িয়েছে। বিলেতে বর্তমানে এ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষাক্ষেত্রে মেয়েদের অর্জন আমাদের এক ইতিবাচক পরিচিতি এনে দিয়েছে। এ ধারা সমুন্নত রেখে ছেলেদের মধ্যেও এর বিস্তার ঘটাতে হবে।’
সংবাদ সম্মেলন শেষে রুশনারা পার্লামেন্ট ভবন থেকে বেরিয়ে আসেন। বিলেতের মাটিতে বাংলাদেশকে নতুনভাবে আরেকবার পরিচয় করিয়ে দেন তিনি।

No comments

Powered by Blogger.