জমির উর্বরা শক্তি বাড়াতে ‘মূত্র ব্যাংক’!

নেপালে কৃষি উৎপাদন বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জমির উর্বরা শক্তি বাড়াতে কৃষকেরা দেশটিতে প্রথমবারের মতো ‘মানবমূত্র ব্যাংক’ প্রতিষ্ঠা করেছে। নেপাল নিউজ অনলাইন এ খবর জানায়।
রাজধানী কাঠমান্ডু থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিদ্ধিপুর গ্রামে গত সোমবার এই মূত্র ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
গ্রামের কৃষকেরা জানান, রাসায়নিক সার ব্যবহারের ফলে তাঁদের জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে গেছে। ফলে ফসল উৎপাদনও অনেক কমেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মূত্র ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।
কৃষকেরা দাবি করেন, জমিতে মূত্র ব্যবহার করে উৎপাদিত খাদ্যশস্য স্বাস্থ্যের জন্য ইতিবাচক এবং কৃষকের জন্য লাভজনক। প্রধান কারিগরি উপদেষ্টা রোসান রাজ শ্রেষ্ঠা মূত্র ব্যাংকের উদ্বোধন করে বলেন, এই ব্যাংক কৃষি খামারগুলোতে পর্যাপ্ত পরিমাণ মূত্র সরবরাহ করতে সহায়তা করবে।
এই ব্যাংক থেকে কৃষকেরা এক রুপির বিনিময়ে এক লিটার মূত্র কিনতে পারবেন।

No comments

Powered by Blogger.