‘রানির মৃত্যু’ ঘোষণা নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিবিসি

রসিকতা করে ‘রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন’ ঘোষণা দেওয়ায় ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) গতকাল মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে।
বার্মিংহাম ও পার্শ্ববর্তী ওয়েস্ট মিডল্যান্ডের স্থানীয় রেডিও চ্যানেল বিবিসি ডব্লিউএমে গত সোমবার ঘোষণা দেওয়া হয়েছে, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন’। উপস্থাপক ড্যানি কেলি (৩৯) শ্রোতাদের উদ্দেশে এ ঘোষণা দেন।
বিবিসির একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি, উপস্থাপক কেলি তাঁর শো চলাকালীন রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে ভুল মন্তব্য করেছেন। তাৎক্ষণিকভাবে এ মন্তব্যের সংশোধন করা হয়েছে। বিবিসি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে।’
ওই মুখপাত্র আরও বলেন, ‘এই মন্তব্যের মাধ্যমে কারও মনে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না। বিবিসি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’ তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
বিবিসি ডব্লিউএমের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘একজন রসিক মানুষ হিসেবে কেলির সুনাম রয়েছে।

No comments

Powered by Blogger.