অপেক্ষা ২৩ দিন

১৯৫৮ বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে ফ্রান্স টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সে আসরে সর্বোচ্চ ২৩ গোল করেছিল তারা। এর চেয়ে বেশি গোল পরের আর কোনো আসরেই করতে পারেনি কোনো দল। অবশ্য এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি হাঙ্গেরির, ২৭ গোল করেছিল তারা ১৯৫৪ সালে। বিশ্বকাপে জার্মানির লোথার ম্যাথাউসের (২৫) পর দ্বিতীয় সর্বোচ্চ ২৩ ম্যাচ খেলেছেন ইতালির পাওলো মালদিনি।

No comments

Powered by Blogger.