আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২০

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানী কাবুলে পার্লামেন্টের কাছে ন্যাটো সেনাদের লক্ষ্য করে ভয়াবহ এ হামলা চালানো হয়। তালেবানর জঙ্গিরা এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।
সূত্র জানায়, বোমা বহনকারী কঠোর নিরাপত্তাবেষ্টিত পার্লামেন্টের কাছে দিনের ব্যস্ত সময়ে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণস্থলের কাছেই রয়েছে বিদেশিদের পরিচালিত একটি হাসপাতাল, সেনাবাহিনীর একটি কেন্দ্র এবং দেশটির পানি ও শক্তিসম্পদ মন্ত্রণালয় ।
আফগান সেনাবাহিনীর প্রধান চিকিৎসক জেনারেল আহমেদ জিয়া ইয়াফতালি বলেন, ‘আমাদের হাসপাতালে পাঁচটি মৃতদেহ আনা হয়েছে। তবে মৃতের সংখ্যা ২০ এর বেশি এবং এদের সবাই বেসামরিক নাগরিক।’ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি জানান, হামলায় কমপক্ষে ২০ জন বেসামরিক লোক নিহত এবং ৪৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
পাকিস্তানে নিহত ১২
এদিকে পাকিস্তানের উত্তরাঞ্চলের ডেরা ইসমাইলে গত মঙ্গলবার একটি সাইকেলবোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। তালেবান ও আল-কায়েদার সহযোগী জঙ্গিদের দমনে নিয়োজিত পুলিশ বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ডেরা ইসমাইল খান হাসপাতালের এক চিকিৎসক জানান, ‘হাসপাতালে ১২টি মৃতদেহ ও আহত ১০ জনকে আনা হয়েছে।

No comments

Powered by Blogger.