দুর্নীতির দায়ে চীনে ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে চীনে একজন ধনাঢ্য ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৬০ কোটি ইউয়ান। হুয়াং গুয়াং উ নামের ওই ব্যবসায়ী একসময় চীনের সেরা ধনী ছিলেন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সিনহুয়ার খবরে বলা হয়, চীনের গোম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হোল্ডিংসের সাবেক চেয়ারম্যান হুয়াং প্রায় ৩০ বছর আগে পড়াশোনা ছেড়ে ব্যবসায় নেমে পড়েন। তিনি বর্তমানে শত শত কোটি ডলারের মালিক। অথচ তিনি ব্যবসা শুরু করেছিলেন প্রায় শূন্য হাতে । গ্রেপ্তার হওয়ার সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬৩০ কোটি ডলার।
২০০৮ সালে চীনে ধনীদের যে তালিকা করা হয় তার শীর্ষে ছিলেন হুয়াং। এর কয়েক মাস পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মাসে বেইজিংয়ে তাঁর বিচার শুরু হয়। তার বিরুদ্ধে দুটি কোম্পানির সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া তাঁর গোম অ্যাপ্লায়েন্স করপোরেশনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। তাই আদালত হুয়াংকে ওই দণ্ড দেন।

No comments

Powered by Blogger.