গিনিতে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ২৪ জন প্রার্থী

গিনিতে আগামী ২৭ জুন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ২৪ জন বেসামরিক প্রার্থী দাঁড়াচ্ছেন। গত সোমবার রাতে পশ্চিম আফ্রিকার ওই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামাদাউ সিলা এ কথা জানান।
মামাদাউ সিলা বলেন, ৩৬ জন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন; কিন্তু ২৪ জনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো সেনা কর্মকর্তা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি বলেন, নির্বাচনে একমাত্র নারী প্রার্থী হলেন কাবা হাদজা সারান দারাবা। প্রয়াত স্বৈরশাসক কন্টের শাসনামলে তিনি মন্ত্রী ছিলেন।
নির্বাচনে চারজন সাবেক প্রধানমন্ত্রী প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন সেলু দালিন দিয়ালো, ফ্রাঙ্কোয়েস লনসেনি ফল, লানসানা কুয়াতে ও সিদিয়া তুরে।
১৯৫৮ সালে ফ্রান্সের শাসন থেকে স্বাধীনতা লাভ করে গিনি। এর পর থেকে সেনা ও স্বৈরশাসকেরা দেশটি শাসন করে আসছেন।

No comments

Powered by Blogger.