নিকোলা সারকোজিকে বোতল নিক্ষেপ

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লক্ষ্য করে এক স্কুলছাত্র বোতল ছুড়ে মেরেছে। তবে এটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। গতকাল মঙ্গলবার প্যারিসের বাইরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
সম্প্রতি ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেন সারকোজি। এরই অংশ হিসেবে গতকাল তিনি গিয়েছিলেন প্যারিসের উত্তরে চার্লস ফৌকুয়েক্স হাইস্কুলে।
স্কুলে যাওয়ার পর উত্সুক জনতা তাঁকে ঘিরে ধরেন। এদের মধ্যে ছিল স্কুলের শিক্ষার্থীরাও। তাদের মধ্যে কেউ কেউ প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছিল। এ সময় হঠাত্ তাঁর দিকে ধেয়ে আসে প্লাস্টিকের একটি বোতল। এরই মধ্যে এক দেহরক্ষী এসে বোতল ও সারকোজির মধ্যে দাঁড়ালে তিনি অল্পের জন্য রক্ষা পান। বোতলটি ওই স্কুলেরই এক ছাত্র ছুড়ে মারে।
এ ঘটনার পর সারকোজি স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি স্কুলের একটি শ্রেণীকক্ষ পরিদর্শন শেষে স্কুলপ্রাঙ্গণ ত্যাগ করেন।

No comments

Powered by Blogger.