হারতে হারতে ড্র একাডেমির

তিনটি ফলাফলই সম্ভব, এমন এক দিনে সব উত্তেজনার সমাপ্তি হলো সকালেই। দুই ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে বল মাঠে গড়াতেই বেজে যায় আড়াইটা। ড্রটাই তখন ছিল একমাত্র সম্ভাব্য ফল, হয়েছেও তাই। কিন্তু এর আগে সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমির কাছে প্রায় হারতে বসেছিল জিপি-বিসিবি একাডেমি। আগের দিন ৩ উইকেটে ১৪৫ রান করা জিপি-বিসিবি কাল ব্যাটিং করতে পেরেছে মাত্র ৩৮ ওভার, এতেই আর ১০৫ রান তুলতে আরও ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। ৪৫ রানে পড়েছে শেষ ৬ উইকেট। দিনের খেলা শেষ হওয়ার দুই বল আগে আউট হয়ে যান নবম ব্যাটসম্যান সাকলাইন সজীব, শেষ দুটি বল টিকে যান এগারোয় নামা ইমন আহমেদ। ৭৪ রান করেছেন শুভাগত হোম, মাহমুদুল হাসান ৫৫।

No comments

Powered by Blogger.