ভারতে বায়ুগহ্বরে যাত্রীবাহী বিমান, আহত ২০

ভারতের গোয়ায় একটি যাত্রীবাহী বিমান বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। বিমানটি গতকাল রোববার আকস্মিক বায়ুগহ্বরে পড়ে কয়েক মিনিটের মধ্যে ১৫ হাজার ফুট নিচে নেমে আসে। এ ঘটনায় ২০ জন আরোহী আহত হয়েছেন। এরপর চালক বিমানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন এবং বিমানটি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছায়।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক মুখপাত্র জানান, দ্য এমিরেটস বোয়িং ৭৭৭ বিমানটি দুবাই থেকে ভারতের কেরালা যাওয়ার পথে গতকাল সকালে বায়ুগহ্বরে (বায়ুমণ্ডলের আংশিক শূন্য অবস্থা, যা বিমানকে কিছু দূর নেমে আসতে বাধ্য করে) পড়ে। এতে মুহূর্তের মধ্যে বিমানটি ২০ হাজার ফুট থেকে পাঁচ হাজার ফুট নিচে নেমে আসে। এ সময় সিটবেল্ট বাঁধেননি এমন যাত্রীদের অনেকে ছিটকে পড়ে আহত হন। বিমানে ৩৭৫ জন আরোহী ছিলেন।

No comments

Powered by Blogger.