আহমাদিনেজাদের হুঁশিয়ারি

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির ওপর যদি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এর পরিণতি ভোগ করতে হবে।
উগান্ডার রাজধানী কাম্পালায় এক সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা ঠেকাতে উগান্ডার সহায়তা কামনা করেন।
আহমাদিনেজাদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তার পরিণতি ওবামাকে ভোগ করতে হবে।’ তিনি বলেন, ওবামা একটি মুখোশের বেশি কিছু নন। যিনি যুক্তরাষ্ট্রের প্রকৃত চেহারা ও প্রকৃতি আড়াল করার জন্যই তিনি ক্ষমতায় এসেছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরেক দফা কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। উগান্ডা বর্তমানে ১৫ জাতির জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ।

No comments

Powered by Blogger.