ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন জুনায়েদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। এখন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে পড়লেন জুনায়েদ সিদ্দিক। কাল প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম ওভারেই ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক জুনায়েদ।
‘এ’ দলের ফিজিও-কাম-ট্রেনার দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ফিল্ডিং করতে গিয়ে জুনায়েদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের জায়গা ফেটে গেছে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে গিয়ে ওই জায়গায় সেলাই দেওয়া হয়েছে। সেলাই কাটা হবে ১০ দিন পর, তবে পুরো সুস্থ হতে সময় লেগে যাবে দুই সপ্তাহ। তার মানে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২৯ এপ্রিল থেকে শুরু পরের চার দিনের ম্যাচটাও খেলতে পারবেন না তিনি।
তবে ‘এ’ দলের সিরিজ নয়, জুনায়েদকে নিয়ে শঙ্কাটা এখন আসন্ন ইংল্যান্ড সফর সামনে রেখেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলে বিশ্বকাপের পর ইংল্যান্ডে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের জন্য ৫ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। হাতের সেলাই কাটা হবে ৩ মে।

No comments

Powered by Blogger.