‘বুড়ো’দের সেঞ্চুরি

৩৬ ওয়ানডের ক্যারিয়ারে ১টিই সেঞ্চুরি করেছেন জিওফ্রে বয়কট, সেটিই ঢুকে গেছে রেকর্ড বইয়ে। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ১০৫ রান করার দিনে তাঁর বয়স ছিল ৩৯ বছর ৫১ দিন। তাঁর চেয়ে বেশি বয়সে প্রথম ওয়ানডে সেঞ্চুরির মুখ দেখতে হয়নি আর কাউকে। বয়কটের ঘরানার ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও ওয়ানডেতে একটিই সেঞ্চুরি করেছেন। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে করা সেই সেঞ্চুরির দিনে গাভাস্কারের বয়স ছিল ৩৮ বছর ১১৩ দিন। এই দুজনের মাঝখানে আছেন বারমুডার ডেভিড হেম্প, প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার দিনে তাঁর বয়স ছিল গাভাস্কারের চেয়ে ৩৬ দিন বেশি। সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ডটি সনাত্ জয়াসুরিয়ার। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে ৩৯ বছর ২১২ দিন বয়সে সেঞ্চুরি করেছেন ‘মাতারা হারিকেন’।

No comments

Powered by Blogger.