জারদারির ক্ষমতা কমানো হচ্ছে

জরুরি অবস্থা জারি ও বিচারক নিয়োগের ক্ষমতাসহ পাকিস্তানের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষমতা কেড়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটিতে আসন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে এ ধরনের ক্ষমতা হ্রাস করা হতে পারে। গত রোববার পাকিস্তানভিত্তিক দ্য নিউজ পত্রিকায় এ খবর জানানো হয়। খবর পিটিআইয়ের।
পত্রিকাটির খবরে বলা হয়, আসন্ন সংবিধান সংশোধনীর খসড়ায় বিচারক ও প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগ, জরুরি অবস্থা জারি, তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও কেন্দ্রীয় সরকার গঠনের ব্যাপারে প্রেসিডেন্টের বর্তমান ক্ষমতা হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, খসড়াটি চূড়ান্ত করার সময় প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা এবং তিন বাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়ার ক্ষমতাও বিলুপ্ত করার প্রস্তাব রাখা হতে পারে।
গত বছরের নভেম্বরে পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হস্তান্তর করেন জারদারি। এর পর থেকে বিরোধী দলগুলো প্রেসিডেন্টের ক্ষমতা আরও কমানোর বিষয়ে চাপ দিয়ে আসছে।

No comments

Powered by Blogger.