ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ফিজিতে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ফিজিতে টাইফয়েড, কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক একজন কর্মকর্তা। গতকাল সোমবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়ক হামিশ ওয়েদারলি এই আশঙ্কা প্রকাশ করেন।
ফিজিতে গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় টমাসের আঘাতে তিনজন প্রাণ হারায় এবং ৩৭৬টির বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া ৪২৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ১৭৫ কিলোমিটার বেগে এই ঝড় বয়েযায়।
হামিশ জানান, বড় ধরনের ওই ঘূর্ণিঝড়ের পর ফিজিতে টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অবশ্য ঘূর্ণিঝড় আঘাত হানার আগে ফিজিতে টাইফয়েডের প্রাদুর্ভাব ছিল।
হামিশ আরও জানান, এ মুহূর্তে তাঁরা পানি পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতার ওপর বেশি জোর দিচ্ছেন। কারণ, সামনে এসবের মাধ্যমেই কলেরা, টাইফয়েডের মতো পানিবাহিত রোগের বিস্তার লাভের আশঙ্কা রয়েছে।
ফিজির স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই লোকজনকে পানি ফুটিয়ে এবং পানি বিশুদ্ধকরণ বড়ি ব্যবহার করে পানি পানের পরামর্শ দিয়েছে।

No comments

Powered by Blogger.