ডিএসইতে এক হাজার কোটি টাকার লেনদেন

দেশের দুই শেয়ারবাজারেই গতকাল সোমবার মূল্যসূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও।
বাজার-বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচন নিয়ে বিনিয়োগকারীসহ বাজার-সংশ্লিষ্টদের মনে এক ধরনের শঙ্কা ছিল। কিন্তু গত রোববার নির্বাচনে প্রত্যাশিত ফলাফল আসায় সে শঙ্কা অনেকটাই কেটে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি হয়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে।
ডিএসইর একজন পরিচালক বলেন, বিনিয়োগকারীরা হয়তো ধারণা করছেন, নির্বাচনের পর বাজার আবারও আগের অবস্থায় ফিরে যাবে। এ কারণে তাঁরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ফলে গত দুই দিন বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। তবে আরও কয়েক দিন না গেলে এ ব্যাপারে চূড়ান্তভাবে কিছুই বলা যাবে না।
বেসরকারি বাজার গবেষণা প্রতিষ্ঠান আরগুস রিসার্চ জানিয়েছে, গতকালের বাজারে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও সূচকের ওঠানামা ছিল বেশি। গ্রামীণফোনের শেয়ারের দাম ওঠানামার কারণেই এমনটি ঘটেছে বলে মনে করছে সংস্থাটি।
বাজার পরিস্থিতি: ডিএসইতে শেয়ারের দাম, সাধারণ সূচক, বাজার মূলধন—সবকিছুই ছিল ঊর্ধ্বমুখী। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই বেলা ১১টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩২ পয়েন্ট বাড়ে। এরপর দিনভর সূচকের উত্থান-পতনের মধ্য দিয়েই শেষ হয়েছে লেনদেন। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৬২ পয়েন্টে এসে ঠেকেছে। আর লেনদেন হয়েছে এক হাজার ১২ কোটি টাকার শেয়ার। প্রায় এক মাস পর ডিএসইর লেনদেন আবার এক হাজার কোটি টাকার ঘরে পৌঁছাল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯২ পয়েন্ট ছাড়িয়েছে। লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোমপানি: ইমাম বাটন, এসিআই জিরো কুপন, আলহাজ টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, মেট্রো স্পিনিং, প্রগতি লাইফ, এনসিসি ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন ও মিথুন নিটিং।
দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি: বিডিকম, রহিম টেক্সটাইল, প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, সামিট পোর্ট অ্যালায়েন্স, বিডি ওয়েল্ডিং, অষ্টম আইসিবি, উসমানিয়া গ্লাস, ফাইন ফুডস ও আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড।
লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি: বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স, গ্রামীণফোন, সামিট পাওয়ার, লংকাবাংলা, ডেসকো, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, নাভানা সিএনজি ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটিড।

No comments

Powered by Blogger.