গণমাধ্যমে কথা বলা থেকে বিরত রাখুন কাদির খানকে

পাকিস্তানের বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খানকে গণমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত রাখতে আদালতে আবেদন করেছে সরকার। চলতি মাসে দ্য ওয়াশিংটন পোস্ট কাদির খানের বরাত দিয়ে দুটি নিবন্ধ প্রকাশ করে। নিবন্ধে প্রকাশিত তথ্য ‘পাকিস্তানের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট’ বলে ওই আবেদনে উল্লেখ করা হয়।
লাহোর হাইকোর্টে দেওয়া ওই আবেদনে বলা হয়েছে, নিবন্ধের বিষয়বস্তু পাকিস্তানের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। এতে পরমাণু কর্মসূচি ও পরমাণু সহযোগিতার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এটা পাকিস্তানের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কাদির খানকে গণমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত রাখতে আবেদন জানানো হয়।
সরকার পক্ষের কৌঁসুলি আহমার বিলাল সুফি বলেন, নিবন্ধের বিষয়বস্তু নিয়ে কর্তৃপক্ষও বিজ্ঞানী কাদির খানের সঙ্গে কথা বলতে চায়। তবে কাদির খানের আইনজীবী আলী জাফর জানান, তাঁর মক্কেল ওয়াশিংটন পোস্টকে কোনো সাক্ষাত্কার দেননি।

No comments

Powered by Blogger.