পর্যটক আকর্ষণে শীর্ষ দেশ হতে চায় চীন

২০১৫ সালের মধ্যে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও স্পেনের মতো দেশকে টপকে শীর্ষ পর্যটক আকর্ষণকারী দেশ হতে যাচ্ছে চীন। পর্যটকেরা এখন এই তিনটি দেশ ভ্রমণেই বেশি আগ্রহী। জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) মহাসচিব তালেব রিফাই বলেন, আমরা আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক বেড়ানোর সবচেয়ে ভালো স্থান হিসেবে চীনকে বেছে নেবেন। সে হিসেবে তখন চীনই হবে বিশ্বের শীর্ষ পর্যটক আকর্ষণকারী দেশ।
রিফাইয়ের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পর্যটকদের পছন্দের ক্ষেত্রে বর্তমানে চীনের অবস্থান চতুর্থ। তিনি বলেন, ফ্রান্সে এখন প্রতিবছর সর্বোচ্চ আট কোটি এবং যুক্তরাষ্ট্র ও স্পেনের প্রতিটি দেশে ছয় কোটি পর্যটক ভ্রমণ করেন। চীনের ক্ষেত্রে এই সংখ্যাটি চার কোটি আশি লাখ।

No comments

Powered by Blogger.