জাপানে খাদ্যপণ্য রপ্তানি করবে স্কয়ার

স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেড চলতি ২০১০ সালে জাপানে এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার মূল্যের ‘রাঁধুনি’ ও ‘রুচি’ ব্র্যান্ডের খাদ্যপণ্য রপ্তানি করবে।
এ ব্যাপারে সম্প্রতি টোকিওতে স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেড এবং সেই দেশের আমদানিকারক প্রতিষ্ঠান পদ্মা কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে।
কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের রপ্তানি ব্যবস্থাপক খুরশীদ আহমাদ ফরহাদ এবং পদ্মা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাদল চাকলাদার ও পরিচালক কাজুমি চাকলাদার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাপানের মাকুহারি-মেসে গত ২ থেকে ৫ মার্চ অনুষ্ঠিত ‘ফুডেক্স জাপান-২০১০’ শীর্ষক খাদ্য মেলায় কনজ্যুমার প্রডাক্টস লিমিটেড যোগ দেয়। ওই মেলা শেষে কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের খাদ্যপণ্য আমদানির ব্যাপারে জাপানের পদ্মা কোম্পানি লিমিটেড উল্লিখিত চুক্তিটি সই করে।

No comments

Powered by Blogger.