৬০ হাজার কর্মসংস্থানের অঙ্গীকার চিলির প্রেসিডেন্টের

ভূমিকম্পে বিধ্বস্ত চিলির পুনর্গঠন কর্মসূচির অংশ হিসেবে ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন সে দেশের নতুন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। গত মাসে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেশটিতে এখন পুনর্গঠন প্রক্রিয়া চলছে।
ক্ষমতা গ্রহণের পর গত বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে পিনেরা উত্পাদন খাত ঢেলে সাজানোসহ নতুন কর্মসংস্থানের ঘোষণা দেন। তিনি বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ।

No comments

Powered by Blogger.