ওবামা এবার মেক্সিকোর প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ দেবেন

আরও একটি রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরনের সম্মানে হোয়াইট হাউসে আয়োজন করা হচ্ছে এই নৈশভোজের। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্বীকৃতি হিসেবে এ আয়োজন করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এ তথ্য দিয়েছেন।
গিবস জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরনের সম্মানে আগামী ১৯ মে হোয়াইট হাউসে নৈজভোজের আয়োজন করা হবে। এতে তাঁর স্ত্রী মেক্সিকোর ফার্স্ট লেডি মার্গারিটা জাভালা ডি ক্যালডেরনও যোগ দেবেন।
গিবস জানান, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ১৩ থেকে ১৫ এপ্রিল মেক্সিকো সফর করবেন। মেক্সিকোর ফার্স্ট লেডি গত মাসে ওয়াশিংটন সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাত্ করেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওবামা প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে গত ২৪ নভেম্বর হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন।

No comments

Powered by Blogger.