ফিলিস্তিনের দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

হামাসের সঙ্গে যোগসাজশের অভিযোগে ফিলিস্তিনের দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, গাজাভিত্তিক ইসলামি ন্যাশনাল ব্যাংক এবং আল-আকসা টেলিভিশন চ্যানেলের সব সম্পদ জব্দ করা হবে। কেননা, এ দুটি প্রতিষ্ঠান হামাসের সঙ্গে সম্পৃক্ত। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামাসের সামরিক শাখার সঙ্গে ইসলামি ন্যাশনাল ব্যাংকের লেনদেন রয়েছে এবং আল-আকসা টেলিভিশন চ্যানেলটি হামাসের অর্থায়নে চলছে।
মার্কিন অর্থ দপ্তরের মতে, হামাসের অর্থ বিভাগ থেকে ২০০৯ সালের মে মাসে ইসলামি ন্যাশনাল ব্যাংকে ১৫ লাখ মার্কিন ডলার জমা হয়েছে। এ অর্থ হামাসের সামরিক শাখার সদস্যদের বেতন হিসেবে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, ইসলামি ন্যাশনাল ব্যাংক ফিলিস্তিনি ব্যাংক কর্তৃপক্ষের নিয়ম মানছে না। অপরদিকে আল-আকসা টেলিভিশন এমন সব অনুষ্ঠান প্রচার করছে, যা শিশুদের সশস্ত্র যোদ্ধা এবং আত্মঘাতী হামলাকারী বানাতে মন্ত্র জোগায়।

No comments

Powered by Blogger.