পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে ইসলামাবাদে বিক্ষোভ

সরকারি পরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। রাজধানী ইসলামাবাদে এ বিক্ষোভ হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড তদন্তে আসা জাতিসংঘের একটি দলের গাড়িও বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে।
বিক্ষোভের কারণে রাজধানীর মুররে সড়কে যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। ফাইজাবাদ এলাকায় যান চলাচলে বাধা দেয় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছোড়ে।
বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড তদন্ত করতে আসা জাতিসংঘের একটি দলের গাড়িও বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে ইসলামাবাদ বিমানবন্দরে ফিরে যায়। নিরাপত্তার জন্য মার্কিন দূতাবাসের সহায়তাও কামনা করে জাতিসংঘের তদন্ত দলটি। গত বৃহস্পতিবার ভারা ও কাহু এলাকা থেকে এই বিক্ষোভ শুরু হয়ে রাওয়ালপিন্ডিতে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে ৪০ জন আহত হন।

No comments

Powered by Blogger.