ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর সফল পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তানি নৌবাহিনী গতকাল শুক্রবার আরব সাগরে নতুন ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ ও বিমান থেকে এসব পরীক্ষা চালানো হয়।
গতকাল নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘অস্ত্রব্যবস্থার কার্যকারিতা ও নৈপুণ্য যাচাইয়ের লক্ষ্যে উত্তর আরব সাগরে ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর এ পরীক্ষা চালানো হয়।’ তবে বিবৃতিতে এসব অস্ত্র কত দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এবং এগুলোর কারিগরি দিকের বিস্তারিত তুলে ধরা হয়নি।

No comments

Powered by Blogger.