নাইটের জয় দিয়ে শুরু আইপিএল

কাল মুম্বাইয়ে তৃতীয় আইপিএল শুরু হলো জমজমাট এক ম্যাচ দিয়ে। মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স ও সর্বনিম্ন দল কলকাতা নাইট রাইডার্স। শুরুতে চাপের মুখে পড়ে যাওয়া সৌরভ-শাহরুখের দল নাইটই জিতে গেল শেষ পর্যন্ত।
আগে ব্যাট করে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসা নাইট শেষ পর্যন্ত ওই ৪ উইকেটেই করল ১৬১ রান। এরপর ডেকানের ইনিংস তারা থামিয়ে দিল ১৫০/৭ রানে। শেষ ১০ বলে ডেকানের দরকার ছিল ২০ রান, ৬ বলে ১৭। শেষ ওভারটা করলেন ইশান্ত শর্মা। দিলেন মাত্র ৫ রান। নাইটের ‘স্মরণীয় জয়’ ১১ রানে।
মাশরাফি বিন মুর্তজা সুযোগ পাননি প্রথম ম্যাচে। অধিনায়ক সৌরভ ৩ বল খেলে রানই করতে পারলেন না। ৩১ রানে নেই তিওয়ারি (০), হজ (১৩) ও পুজারা (১০)। পঞ্চম উইকেটে শাহ (৫৮) ও ম্যাথুজ (৬৫) অপরাজিত থেকে দলকে থেকে টেনে নেন।
ডেকান অধিনায়ক গিলক্রিস্ট ৫৪ রান করে দলীয় ১০২ রানে আউট হতেই ম্যাচ চলে যেতে থাকল নাইটের হাতে এবং নাইট সেটা আর ফসকে বেরিয়ে যেতে দেয়নি।

No comments

Powered by Blogger.