সাড়া দিল মাত্র পাঁচ দল

পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চালুর উদ্যোগ নিয়েছে বাফুফে। এ জন্য তারা আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন চেয়েছিল। কিন্তু ২০ মার্চ নিবন্ধনের শেষ সময় পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, ঢাকার মাত্র ৫টি দল নিবন্ধন করেছে—বাড্ডা জাগরণী, মহাখালী একাদশ, বাংলাদেশ বয়েজ, উত্তরা বারিধারা ও ওয়ারী ক্লাব।
তবে ঢাকার বাইরের ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, ঈশ্বরদী সময় চেয়েছে বাফুফের কাছে। সেই আবেদন মঞ্জুর হচ্ছে। ৫ দল নিয়ে তো আর এমন একটা লিগ হয় না! বাংলাদেশ লিগ নাম নিয়ে এখন যে পেশাদার লিগ চলছে, তাতে দল ওঠানামার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই। দ্বিতীয় স্তর চালু হলে সেখান থেকে দল ওঠানামা করবে।

No comments

Powered by Blogger.