মাদক সেবনকারীদের বেধড়ক পেটালেন শিবসেনার কর্মীরা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার ছাত্র শাখা ভারতীয় বিদ্যার্থী সেনার কর্মীরা হঠাৎ করে পুলিশ হয়ে গেছেন। শনিবার সেনার কর্মীরা হঠাৎ হাজির হন মুম্বাইয়ের শিবাজি পার্কে। হাতে মোটা লাঠি। কয়েকটি ভাগে ভাগ হন তাঁরা। তারপর পার্কে বসে থাকা মাদক সেবনকারীদের বেধড়ক পেটানো শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরও পুলিশ তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নিতে পারেনি।
এ ব্যাপারে শিবসেনার ছাত্র শাখার কর্মীরা জানান, ‘কাজটা পুলিশের। কিন্তু পুলিশ কিছু না করলে তাঁদের হয়ে আমরাই করে দেব সে কাজ।’ তাঁরা বলেন, ছত্রপতি শিবাজির নামে তৈরি পার্কে মাদকসেবন মানে শিবাজিকে অপমান করা। এটা হতে দেব না। তবে শুধু শিবাজি পার্কে নয়, প্রয়োজনে মুম্বাই শহরের সব কটি পার্কে হানা দেবে শিবসেনার ঠেংগাড়ে বাহিনী।
বস্তুত, শিবসেনার কর্মীরা নিজেদের মুম্বাইয়ের মালিক মনে করছেন। শিবসেনার প্রধান বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরেও সেই পথে চলেছেন। অনেক সময় আইন নিজেদের হাতেই তুলে নিচ্ছেন তাঁরা। এ ব্যাপারে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত দিল্লিতে এক করপোরেট সম্মেলনে কটাক্ষ করে বলেছেন, ‘মুম্বাইয়ে বাল ঠাকরে আছেন। দিল্লিতে কোনো বাল ঠাকরে নেই বলে ভগবানকে ধন্যবাদ।’

No comments

Powered by Blogger.