মেক্সিকোতে সহিংসতায় ১৪ জনের প্রাণহানি

মেক্সিকোর উত্তরাঞ্চলে সীমান্তবর্তী চিহুয়াহুয়া রাজ্যে শুক্রবার রাতে বন্দুকধারী ব্যক্তিদের গুলিতে তিনজন নারী ও দুজন শিক্ষার্থীসহ ১৪ জন নিহত হয়েছে।
চিহুয়াহুয়ার ডেপুটি প্রসিকিউটরের দপ্তর জানায়, তাদের মধ্যে ১০ জন মেক্সিকোর অপরাধপ্রবণ সিউদাদ হুয়ারেজে নিহত হয়েছে। গত শনিবার বন্দুকধারী ব্যক্তিরা সন্তানদের নিয়ে ভ্রমণকারী এক দম্পতির গাড়িতে হামলা চালায়। হামলাকারী ব্যক্তিরা গাড়ি থেকে নামিয়ে সন্তানদের তাদের মা-বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে।
সিউদাদ হুয়ারেজ এলাকায় রাস্তার পাশে পুরোনো টায়ারের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
রাতের ঘটনায় আরও সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে প্রায় ২০ বছর বয়সী দুই শিক্ষার্থীও রয়েছেন।
চিহুয়াহুয়ার দক্ষিণে জিমেনেজ শহরে সেনা ও বন্দুকধারী ব্যক্তিদের মধ্যে প্রায় দুই ঘণ্টা গুলিবিনিময়ের পর সন্দেহভাজন দুই অপরাধী নিহত হয়েছে।
চিহুয়াহুয়ার কেন্দ্রস্থলে কামারগো এলাকায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে এবং বেলিসারিয়াস এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

No comments

Powered by Blogger.