পুনের বোমা হামলায় আহত দুজনের মৃত্যু

ভারতের পুনেতে বোমা হামলায় আহত দুই ছাত্র গতকাল রোববার মারা গেছে। এ নিয়ে এই বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। ছাত্রদের একজনের নাম বিকাশ তুলসিয়ানি, অন্যজন রাজীব আগারওয়াল। ১৩ ফেব্রুয়ারি পুনে শহরের জার্মান বেকারিতে একটি বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন তাঁরা।
পুনের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের একজন কর্মকর্তা জানান, নয়াদিল্লির ছেলে বিকাশ পুনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। আর কলকাতার রাজীব পুনের সিমবায়োসিস ল কলেজের ছাত্র ছিলেন। রাজীব ভোরে মারা গেছেন। বিকাশের মৃত্যু হয় বেলা পৌনে ১২টার দিকে। রাজীবের বাবা পুনেতে রয়েছেন। আনুষ্ঠানিকতা শেষে মৃতদেহ তাঁকে হস্তান্তর করা হবে।
বোমা হামলায় আহতদের আরও পাঁচজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা। তাঁদের শহরের বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আরও ৩৩ জন চিকিত্সাধীন।
পুনেতে বোমা হামলায় চারজন বিদেশি নাগরিকেরও মৃত্যু হয়েছে। ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতে এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা।

No comments

Powered by Blogger.