ক্ষমতাসীন দলের প্রার্থী ঘোষণা

অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে ব্রাজিলের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ দিলমা রোসেফকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন ক্ষমতাসীন দলটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা। আইনি বাধ্যবাধকতার কারণে লুলা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না।
প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর অর্থনীতিবিদ দিলমা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করবেন। স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, রক্ষণশীল দলের প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন দিলমা।
দিলমা রোসেফ বলেন, ‘আমি কৃতজ্ঞচিত্তে এই দায়িত্ব গ্রহণ করছি। সাহসিকতা ও একাগ্রচিত্তে এই দায়িত্ব পালন করতে চাই। আর এ জন্য দল ও দলের সবচেয়ে সম্মানিত সদস্য প্রেসিডেন্ট লুলার সমর্থন পাচ্ছি আমি।’
নির্বাচনী আইন অনুযায়ী, দিলমাকে ৩ এপ্রিলের মধ্যে তাঁর বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। দিলমা জানিয়েছেন, তিনি একটি জোট সরকার গঠন করতে চান এবং বর্তমান সরকারের জোটে থাকা ১১টি দলের সঙ্গে কাজ করতে চান।

No comments

Powered by Blogger.