ব্যাংক ঋণ বিতরণে কড়াকড়ি আরোপ করেছে চীন

চীন সরকার ব্যাংক ঋণ বিতরণ ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় নতুনভাবে কড়াকড়ি আরোপ করেছে। গতকাল রোববার এ নির্দেশনা দেওয়া হয়।
এ নির্দেশনা অনুসারে, ঋণ গ্রহীতার প্রকৃত চাহিদা বিচক্ষণভাবে নির্ণয় করার পর ব্যাংককে অবশ্যই একটি কোটা বা পরিমাণ নির্ধারণ করতে হবে। এবং এর বেশি ঋণ প্রদান করা যাবে না।
বিতরণ করার পর ঝুঁকি ব্যবস্থাপনা উন্নততর করতে ঋণ নিয়মিত তদারক করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
আর্থিক খাতে সার্বিক ঝুঁকির মাত্রা কমিয়ে আনার স্বার্থে এ কড়াকড়ি আরোপ হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
ব্যক্তি ঋণ গ্রহীতাদের সুনির্দিষ্ট কিছু ঘোষণা দিতে হবে। তা না হলে, তাঁরা ঋণ পাবেন না।
শুধু তাই নয়, ব্যাংকের প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত্ করতে হবে ঋণ গ্রহীতাকে।
চীন সরকার চলতি ২০১০ সালে ঋণ বিতরণ সাত লাখ ৫০ হাজার ইউয়ানের (এক লাখ ১০ হাজার কোটি ডলার) মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে আগ্রহী।
সে কারণেই ব্যাংক ঋণ বিতরণে নানা ধরনের কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

No comments

Powered by Blogger.