দক্ষিণ কোরিয়ায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত গতকাল বুধবার একজন কলেজশিক্ষককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। পিয়ংইয়ংয়ের হয়ে প্রায় দুই দশক ধরে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করার পর আদালত এ রায় দেন।
সিউলের দক্ষিণাঞ্চলীয় সুওয়েনের আদালত রায়ে বলেছেন, ‘৩৭ বছরের কলেজশিক্ষক লি দেশের সঙ্গে প্রতারণা করেছেন। বিগত ১৭ বছর ধরে দেশের সামরিক গোপন তথ্য উত্তর কোরিয়ায় পাচার করে তিনি জাতীয় নিরাপত্তার বিষয়ে হুমকির সৃষ্টি করেছেন।’
কারাদণ্ডের পাশাপাশি লিকে ২৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
সিউলের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯২ সালে ভারতের নয়াদিল্লিতে একটি কলেজে পড়ালেখা করার সময় লিকে উত্তর কোরিয়ার গোয়েন্দা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি দুবার পিয়ংইয়ং সফরে যান এবং সেখানকার কমিউনিস্ট পার্টির সদস্য হন। এ সময় লিকে অন্তত ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়।
পরে দেশে ফিরে স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষে একটি কলেজে যোগ দেন লি। এ সময় দক্ষিণ কোরিয়ার জাতীয় একত্রীকরণ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। এই পদাধিকারবলে দেশের জাতীয় নিরাপত্তাবিষয়ক গোপন তথ্য সংগ্রহের অধিকার অর্জন করেন লি।

No comments

Powered by Blogger.