দক্ষিণ কোরিয়ায় মেয়েশিশুর কদর বাড়ছে

ছেলেশিশু বংশের ধারা বজায় রাখবে এবং বড় হয়ে বৃদ্ধ মা-বাবাকে সহায়তা করবে—এমন সনাতন বিশ্বাস দক্ষিণ কোরীয়দেরও ছিল। সন্তান জন্ম নেওয়ার আগে তাদের প্রত্যাশা থাকত, যেন পুত্রসন্তান হয়। দক্ষিণ কোরীয়দের এ ধরনের বিশ্বাস ও ধারণা এখন পরিবর্তিত হচ্ছে। ছেলেশিশুর চেয়ে মেয়েশিশুই তাদের কাছে বেশি পছন্দ। এক জরিপের বরাত দিয়ে দেশটির গবেষকেরা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
গবেষকেরা দম্পতিদের সন্তান জন্মদানের আগে তাঁদের কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা মেয়েশিশু নাকি ছেলেশিশু প্রত্যাশা করছেন। সন্তানসম্ভবা প্রায় ৩৮ শতাংশ মা জানান, তাঁরা চাইছেন কন্যাসন্তান হোক। ৩১ শতাংশ মা চেয়েছেন পুত্রসন্তান। বাকি ৩১ শতাংশ মায়ের কোনো প্রত্যাশা ছিল না। বাবাদের মধ্যে ৩৭ শতাংশ চেয়েছেন কন্যাসন্তান হোক। ২৯ শতাংশ বাবা প্রত্যাশা করেন পুত্রসন্তান। বাকি ৩৪ শতাংশ বাবার কোনো প্রত্যাশা ছিল না।
গবেষকেরা ২০০৮ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সন্তান জন্মদানের আগে দুই হাজার ৭৮টি পরিবারের সদস্যদের ওপর এ জরিপ চালান।
গবেষকেরা জানান, দক্ষিণ কোরিয়ায় আগে পিতৃতান্ত্রিক ব্যবস্থা ছিল। সেখানে এই প্রথমবারের মতো দেশব্যাপী পরিচালিত জরিপে দেখা গেছে, লোকজন ছেলেশিশুর চেয়ে মেয়েশিশু বেশি প্রত্যাশা করছে।
২০০৮ সালের ওই জরিপে নেতৃত্ব দেওয়া কোরিয়া ইনস্টিটিউট অব চাইল্ডকেয়ার ও এডুকেশনের গবেষক লি জিয়ং-রিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনেক মা-বাবা ছেলেশিশুর চেয়ে মেয়েশিশুকে বেশি পছন্দ করছেন।

No comments

Powered by Blogger.