শ্রীলঙ্কায় নির্বাচনের আগে সহিংসতা বেড়েছে

শ্রীলঙ্কায় আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে সহিংসতা বেড়ে গেছে। গতকাল সোমবারের সহিংসতায় বিরোধী দলের আরও এক সমর্থক নিহত হয়েছেন। এ নিয়ে নির্বাচনকে ঘিরে সহিংসতায় গত এক সপ্তাহে সরকারি ও বিরোধী দলের তিনজন কর্মী নিহত হলেন। খবর এএফপির।
পুলিশ জানায়, শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ারিয়াপোলা শহরে প্রেসিডেন্ট প্রার্থী সাবেক সেনাপ্রধান শরত ফনসেকার সমর্থকেরা গতকাল নির্বাচনের পোস্টার লাগাচ্ছিলেন। ওই সময় ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। উভয় পক্ষের সংঘর্ষে বিরোধী দলের এক কর্মী নিহত ও অনেকে আহত হন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষে সংঘর্ষ দমনে নিরাপত্তা অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
প্রেসিডেন্টের মুখপাত্র চন্দরপল লিয়ানেজ বলেন, ‘সহিংসতার ব্যাপারে প্রেসিডেন্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন।’
দক্ষিণাঞ্চলীয় হুনগামা শহরে গত ১২ জানুয়ারি নির্বাচনী প্রচারকালে গুলিবিদ্ধ হয়ে বিরোধীদলীয় কর্মী কুসুমা কুরুপুয়ারাচ্চি নিহত হন। গত শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলের পুত্তলাম জেলায় বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্ষমতাসীন দলের এক সমর্থক গুলিবিদ্ধ হয়ে নিহত এবং বহু লোক আহত হয়।
পূর্বাঞ্চলীয় পোলোন্নারুয়া শহরে উচ্ছৃঙ্খল জনতা যানবাহন ও বাসভবনে ভাঙচুর করে। এ সময় হাজার রাজনৈতিক কর্মীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

No comments

Powered by Blogger.