কলম্বিয়ার মাদক চক্রের সন্দেহভাজন নেতা ভেনেজুয়েলায় গ্রেপ্তার

কলম্বিয়ার মাদক চক্রের সন্দেহভাজন নেতা সলোমন কামাচোকে (৬৫) গ্রেপ্তার করেছে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তিনি ‘বিগ পাপা’ নামেও পরিচিত। কোকেন পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র তাঁর মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করেছে। খবর এএফপির।
গত রোববার মাদকবিরোধী সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি সপ্তাহে কামাচোকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, কামাচোকে ভ্যালেন্সিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কামাচোকে যুক্তরাষ্ট্র না কলম্বিয়া কোথায় পাঠানো হবে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি ভেনেজুয়েলা। গত বছর মাদক চক্রের বেশ কয়েকজন সন্দেহভাজন নেতাকে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছিল দেশটি।
যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) জানায়, ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নয় টন কোকেন পাচার করেছেন কামাচো।

No comments

Powered by Blogger.