রাহুলকে মন্ত্রিসভায় পেলে খুশি হবেন মনমোহন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে মন্ত্রিসভায় পেলে তিনি খুবই খুশি হবেন। গত সোমবার নয়াদিল্লিতে সিএনএন-আইবিএন আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মনমোহন সিং সাংবাদিকদের বলেন, ‘আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। রাহুলকে মন্ত্রিসভায় পেলে আমি খুবই খুশি হব।’
অনুষ্ঠানে রাহুল গান্ধীকে ‘পলিটিশিয়ান অব দ্য ইয়ার’-এর সম্মানে ভূষিত করা হয়। তবে পুরস্কার গ্রহণের জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
রাহুল গান্ধীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে প্রত্যাশা ছিল, তার চেয়েও বেশি পূরণ করেছেন তিনি। কিন্তু তাঁর সেরাটা এখনো আসেনি।’ বিগত লোকসভা নির্বাচনে স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন কি না? এ প্রশ্নের জবাবে মনমোহন সিং বলেন, তাঁর মনে সংশয় ছিল।
অনুষ্ঠানে প্রখ্যাত সুরস্রষ্টা পণ্ডিত রবিশঙ্করকে আজীবন সম্মাননা দেওয়া হয়। অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রেহমান ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’-এর পুরস্কার পান।

No comments

Powered by Blogger.