বিজয় দিবস হকির ফাইনালে ফেডারেশন একাদশ

অটো মিউজিয়াম বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ হকি ফেডারেশন একাদশ। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল তারা ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরেই ফেডারেশন একাদশ, যেটি আসলে জাতীয় দল।
প্রথম মিনিটে মানিকের গোলে ফেডারেশন একাদশ এগিয়ে গেলেও ৭ মিনিটে গোল শোধ করেন বিমান বাহিনীর জাহিদ। এরপর ১৬ ও ৪১ মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে নেন ফেডারেশন একাদশের চয়ন ও জিমি। ৪৩ মিনিটে বিমানের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মোবারক। এরপর ৫৯ মিনিটে নান্নু করেন ফেডারেশন একাদশের শেষ গোল।
খেলোয়াড়দের জন্য ‘কোড অব কন্ডাক্ট’: দুদিন পর পরই বিদ্রোহ, পদত্যাগের হুমকি। হকি খেলোয়াড়দের আন্দোলন বিব্রতকর অবস্থায় ফেলছে ফেডারেশনকে। আর এটা সামাল দিতে এবার জাতীয় দলের খেলোয়াড়দের ‘কোড অব কন্ডাক্টে’র আওতায় আনা হয়েছে। সিদ্ধান্তটা হয়েছে ১৯ ডিসেম্বর ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায়। তবে এই আচরণবিধি শুধু আসন্ন এসএ গেমসের জন্যই।

No comments

Powered by Blogger.