মেক্সিকোর উত্তরাঞ্চলে মাদক নিয়ে সহিংসতা নিহত ২৩

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যে মাদকসংক্রান্ত সহিংসতায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। গত সোমবার সরকারি কর্তৃপক্ষ এ কথা জানায়।
ওই ২৩ জনের ১৩ জন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আলপাসো নগরের কাছে সিউদাদ হুয়ারেজ নগরে নিহত হয়। সিউদাদ হুয়ারেজ হলো মেক্সিকোর সবচেয়ে সহিংস নগর। এ বছরই ওই নগরে দুই হাজার ৫০০ জনেরও বেশি লোক মাদকসংক্রান্ত সহিংসতায় নিহত হয়েছে।
পুলিশ জানায়, রোববার থেকে সোমবার পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটেছে। একটি ঘটনায় এক দম্পতিকে তাদের তিন, পাঁচ ও নয় বছর বয়সের শিশুদের সামনে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় শিশুরা রক্ষা পায়।

No comments

Powered by Blogger.