যুক্তরাষ্ট্রে অপরাধ কমেছে: এফবিআই

যুক্তরাষ্ট্রে ২০০৯ সালের প্রথম ছয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় সহিংস অপরাধ হ্রাস পেয়েছে। এফবিআই তাদের প্রাথমিক তথ্য প্রকাশ করে এ কথা বলেছে। সার্বিক তথ্য প্রকাশ করা হবে আগামী বছর।
এফবিআই জানায়, জানুয়ারি থেকে জুনের মধ্যে খুন ১০ শতাংশ, ডাকাতি ৬ দশমিক ৫ শতাংশ, ধর্ষণ ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে এবং মারাত্মক হামলার ঘটনা ৩ দশমিক ২ শতাংশ কমেছে।
প্রত্যন্ত এলাকার চেয়ে তুলনামূলকভাবে বিভিন্ন নগরে সহিংস অপরাধ বেশি কমেছে। ১০ লাখ অথবা এর চেয়ে বেশি জন-অধ্যুষিত শহরগুলোতে সাত শতাংশ অপরাধ কমেছে এবং মফস্বল অঞ্চলগুলোতে অপরাধ কমার এ মাত্রা হলো ৩ দশমিক ৮ শতাংশ। ১০ হাজার থেকে ২৪ হাজার ৯৯৯ জন-অধ্যুষিত ছোট শহরগুলোতে অপরাধ কমার ভিন্ন চিত্র দেখা গেছে। এ শহরগুলোতে সহিংস অপরাধের পরিমাণ ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
কিন্তু সম্পদসংক্রান্ত অপরাধ যার মধ্যে সিঁধ কেটে চুরি, অন্যান্য চুরি এবং মোটরসাইকেল চুরির মতো ঘটনা সারা দেশে কমে গেছে। এ বছরের প্রথম ছয় মাসে ২০০৮ সালের একই সময়ের তুলনায় অপরাধ কমেছে। আবার তুলনামূলক বড় শহরগুলোতে সম্পত্তিসংক্রান্ত অপরাধের সংখ্যা আরও বেশি কমেছে।

No comments

Powered by Blogger.