নিকারাগুয়ায় সরকার সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ, আহত ১২

কয়েক হাজার সরকার সমর্থক ও বিরোধী গত শনিবার নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার রাজপথে সমাবেশ করেছে। সে দেশের প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার ক্ষমতায় থাকার অভিপ্রায়ের সমর্থন ও বিরোধিতায় এ সমাবেশ হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে তিনজন পুলিশ ও নয়জন বিক্ষোভকারী। ক্ষমতায় থাকার জন্য আবার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও করছেন ওর্তেগা।
রাজনৈতিক নেতারা ও স্থানীয় পুলিশ জানিয়েছে, মানাগুয়ায় ৫০ হাজার সরকারবিরোধী ও সমর্থক সমবেত হয়। ‘গণতন্ত্র হ্যাঁ, একনায়কতন্ত্র না!’ স্লোগান দিতে থাকে তারা। অন্যদিকে ওর্তেগার পক্ষেও হাজার হাজার জনতা সমাবেশ করে। তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, তাদের সংখ্যা বিরোধীদের চেয়ে কম। ওর্তেগার বিরোধীরা রাজপথে যাত্রা শুরু করলে সরকারি সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পুলিশ ও বিক্ষোভকারীরা আহত হয়।

No comments

Powered by Blogger.