বিশ্বকাপে ফার্গুসনের বাজি ব্রাজিল

এবার বাছাইপর্বে ইংল্যান্ডের খেলা দেখার পর থেকেই আশায় বুক বাঁধছে ইংলিশরা। সবেধন নীলমণি হয়ে থাকা সেই ১৯৬৬ বিশ্বকাপের পর আবার আসবে শিরোপা! কিন্তু সেই স্বপ্নে মজছেন না অ্যালেক্স ফার্গুসন। জাতে স্কটিশ হলেও ফার্গুসন জীবনের বড় অংশটাই কাটিয়ে দিলেন ইংলিশ ফুটবলে। দীর্ঘদিনের পোড়-খাওয়া অভিজ্ঞতা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বলছেন, ইংল্যান্ড নয়, আগামী বিশ্বকাপ জিতবে ব্রাজিল। ওয়েবসাইট।
‘আসলে ব্রাজিল ছাড়া আমি আর কাউকে দেখছি না। দক্ষিণ আফ্রিকায় ওরা অন্যতম ফেবারিটই থাকবে। তাদের হারানো সহজ হবে না। যেসব খেলোয়াড় ওদের আছে সেটি ভাবলেই বুঝবেন—দুর্দান্ত সব খেলোয়াড়ের জোগানদাতা ওরা’—মেইল অন সানডেকে বলেছেন ফার্গুসন। আরও বিশদ ব্যাখ্যা করে বুঝিয়েছেন, ব্রাজিল কেন সেরা, ‘গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ছিল ১০৩ জন ব্রাজিলিয়ান খেলোয়াড়, অন্যদিকে ইংলিশ খেলোয়াড় ছিল মাত্র ১৫ জন। গত মৌসুমে তো চ্যাম্পিয়নস লিগে ইংলিশ খেলোয়াড়ের চেয়ে স্কটিশ খেলোয়াড়ই ছিল বেশি। আমার মনে হয়, ব্রাজিল যে ইংল্যান্ডকে হারাবে এর পক্ষে ১১/১০ (সহজ একটা বাজি) ধরাও হবে শতাব্দীর সেরা বাজি।’
ঘরোয়া লিগ এত শক্তিশালী হওয়ার পর কেন ইংল্যান্ডে খেলোয়াড়শূন্যতা? বর্ষীয়ান এই কোচ সেই পুরোনো সমস্যার কথাই বললেন, ‘প্রিমিয়ার লিগটা যেভাবে বিকশিত হয়েছে, সেই পদ্ধতির কারণেই চ্যাম্পিয়নস লিগে মাত্র হাতে গোনা কয়েকজন ইংলিশ খেলোয়াড় খেলে।’

No comments

Powered by Blogger.