কাস্ত্রোকে ভেনেজুয়েলা সফরের আমন্ত্রণ জানালেন শাভেজ

কিউবার নেতা ফিদেল কাস্ত্রোকে ভেনেজুয়েলা সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট হুগো শাভেজ। গত শনিবার রাতে প্রচারিত এক টেলিভিশন অনুষ্ঠানে শাভেজ একটিপত্র পাঠের মাধ্যমে এ আমন্ত্রণ জানান। শাভেজ বলেন, ‘ভেনেজুয়েলা আপনার (কাস্ত্রো) আগমনের প্রতীক্ষা করছে।’
আগামী এপ্রিলের মধ্যে শাভেজের সোশ্যালিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। এতে যোগ দেওয়ার জন্য তিনি কাস্ত্রোকে এই আমন্ত্রণ জানান। ২০০৬ সালের জুলাই মাসে কাস্ত্রোর অন্ত্রে জটিল অস্ত্রোপচারের পর থেকে তিনি জনসমক্ষে বলতে গেলে আসেন না। তিনি কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন। তাঁর ভাই রাউল কাস্ত্রোকে কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।
কাস্ত্রোর শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব রয়েছে। তবে শাভেজ বলেছেন, কিউবার বিপ্লবী এই নেতার স্বাস্থ্য বেশ ভালো। তাঁকে মধ্য ডিসেম্বরে হাভানায় অনুষ্ঠেয় দক্ষিণ আমেরিকান বাণিজ্য ব্লক এএলবিএর আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন শাভেজ।

No comments

Powered by Blogger.