চীনে কয়লাখনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৭

চীনের হেইলংজিয়াং প্রদেশে কয়লাখনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। এর আগে গত শনিবার প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৪২ জন বলে জানানো হয়।
খনির ভেতর এখনো আটকে আছেন অন্তত আরও ২২ জন। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গ্যাসের ঘনত্ব বেশি থাকায় ও টানেলগুলো ধসে পড়ায় আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, রাশিয়ার সীমান্তবর্তী হেইলংজিয়াং প্রদেশের ওই খনিতে বিস্ফোরণের সময় ৫২৮ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর অধিকাংশ শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। আটকে পড়া শ্রমিকদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

No comments

Powered by Blogger.